depika_ranbir

বিডি নীয়ালা নিউজ(১৫জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ বলিউডের বর্তমান সময়ের  জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দুজনেই এখন দারুণ সময় পার করছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘বাজিরাও মাস্তানি’ চলচ্চিত্রের সফলতা তাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি দীপিকা তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন দীপিকা। কথা বলেছেন প্রেমিক রণবীর সিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে।

দীপিকা বলেন, অনেকেই রণবীরের বুদ্ধিমত্তার পরিচয় পাননি। তাদের কাছে হয়তো রণবীর নেহাতই একজন জোকার। যে শুধু লাফালাফি করতেই জানে। কিন্তু আমার কাছে সে ভীষণ সংবেদনশীল এবং আবেগপূর্ণ ব্যক্তি।

তবে যতই সুনাম করুক না কেন রণবীরের। দু’জনে কবে বিয়ে করছেন সে প্রশ্ন খুব সুচারুভাবেই এড়িয়ে গিয়েছেন তিনি।

বন্ধুত্ব ছিলই। তবে বাজিরাও মাস্তানি ছবিটি করার পর থেকেই দু’জনের মধ্যে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের পরে রণবীর সিংহের সঙ্গে দীপিকার ঘনিষ্ঠাতা স্বভাবতই নজর কাড়ে সংবাদমাধ্যমের। তখন থেকেই দু’জনকে নিয়ে জোর জল্পনা শুরু বলিউড পাড়ায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে