obaidul-kader

বিডি নীয়ালা নিউজ(২১ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তের মামলায় গ্রেফতার শফিক রেহমানের বাসা থেকে ‘যেসব নথি’ উদ্ধার হয়েছে তাতে তাকে অপহরণ ও হত্যার চক্রান্ত সম্পর্কে সন্দেহের অবকাশ নেই।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে ‘নিশ্চিহ্ন’ করতেই এ ষড়যন্ত্র হয়। এফবিআইর তথ্যের ভিত্তিতেই সুনির্দিষ্ট অভিযোগে শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। বিডি-প্রতিদিন থেকে পাওয়া খবর।

গতকাল সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা হয়েছে। বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার অংশ হিসেবে জয়কে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। এটা সুগভীর ষড়যন্ত্র। শফিক রেহমানের বাসায় যে ডকুমেন্ট পাওয়া গেছে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

মন্ত্রী বলেন, অভিযুক্ত ব্যক্তি নিজেই ডিবির হাতে যেসব ডকুমেন্ট তুলে দিয়েছেন তাতে আমার মনে হয় কেঁচো খুঁড়তে গিয়ে বিষধর সাপ বেরিয়ে আসছে। শফিক রেহমানের বাসায় যে ডকুমেন্ট পাওয়া গেছে সেখানে অপহরণ ও হত্যার চক্রান্ত আছে। গোয়েন্দারা এখন যুক্তরাষ্ট্রে গিয়ে এফবিআই সদস্যদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।

ওবায়দুল কাদের বলেন,  জয় তো খুব সেনসেটিভ জায়গার মানুষ। তার সম্পর্কে তথ্য সেনসেটিভ হবেই। সে বাংলাদেশ আওয়ামী লীগের ফিউচার লিডার। ফিউচার লিডার হিসেবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্তরাধিকার হিসেবে তাকে বাংলাদেশের জনগণ মনে করছে।

আমি মনে করি, জয় নতুন জেনারেশনের প্রতিনিধি, আমাদের ফিউচার লিডার। তিনি বলেন, জয় বাংলাদেশের ‘আইসিটি বিপ্লবের আর্কিটেক্ট’। তার প্রতিভা ও মেধা অনেকের জন্য ভয় ও ভীতির কারণ হচ্ছে। এ ভীতি থেকেই তাকে হত্যার ষড়যন্ত্র হতে পারে। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্ধকারের পথ বেছে নিয়ে এ ধরনের ষড়যন্ত্র করতে পারে।

মন্ত্রী বলেন, যে তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে তা ভয়াবহ। সন্দেহের কোনো অবকাশ নেই এর সঙ্গে কারা, কীভাবে জড়িত। বেশি দিন ক্ষমতার বাইরে থাকার অস্থিরতা থেকে ক্ষমতায় আসার অভিসন্ধিতেও (বিএনপি) এটা করে থাকতে পারে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মন্তব্য সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, দুই দিন আগেও অনেকে ভেবেছেন কেন এ ধরনের গ্রেফতার করা হচ্ছে। আমার মনে হয়, গতকাল থেকে তাদের সংশয়-সন্দেহ কেটে গেছে, ইমরানও বুঝতে পেরেছেন তার অভিযোগ সঠিক ছিল না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে