vot-india

বিডি নীয়ালা নিউজ(২১ই এপ্রিল১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ সহিংসতার মধ্যে দিয়েই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় ৬২টি আসনে ভোট নেওয়া শুরু হয়েছে।

এ দফায় ভোট হচ্ছে বর্ধমান (১৬), মুর্শিদাবাদ (২২), নদীয়া (১৭), কলকাতার (৭) আসনে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া, চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এদফায় মোট ভোটার ১ কোটি ৩৭ লাখ ৪২ হাজার।  এদিন সকালে ভোট শুরু হওয়ার কিছু পরেই একাধিক জায়গায় সহিংসতার ঘটনা ঘটতে থাকে।

এ দফায় মোট প্রার্থীর সংখ্যা  ৪১৮ জন, এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৩৪ জন। কোটিপতি প্রার্থী আছেন ৬১ জন। ৮০ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঝুলছে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী তৃণমূলের শশী পাঁজা, সাধন পান্ডে ও সুব্রত সাহা। তৃণমূলের অভিনেত্রী প্রার্থী নয়না বন্দোপাধ্যায়। সাবেক মন্ত্রী সিপিআইএম প্রার্থী আনিসুর রহমান ও দেবেস দাস। কংগ্রেস পরিষদীয় দলের নেতা মহম্মদ সোহরাব, রাজ্যটির কংগ্রেসের সাবেক সভাপতি সৌমেন্দ্রনাথ মিত্র, বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারী, বিজেপি’র সাবেক রাজ্য সভাপতি রাহুল সিনহা প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে