ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোন ২০১৮-১৯ অর্থবছরের প্রথম নয় মাসে ৩৯৫.৬৫ কোটি টাকা আয় করেছে যা পূর্ববর্তী ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ের আয়ের চেয়ে ১২.৭৭ কোটি টাকা বেশি।

পশ্চিম জোনের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক শাহ নেওয়াজ বলেন, ঢাকা ও ভারতের কলকাতাসহ কিছু আন্তঃদেশীয় রুট, ৫০টি ইন্টার সিটিসহ ১৫৯টি ট্রেন এই জোনে চলাচল করে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ এই জোনের অধীন।

তিনি বলেন, ৪৬টি লোকাল অথবা শাটল এবং ৬৩টি কমিউটার অথবা মেইল ট্রেন বিভিন্ন রুটে চলাচল করছে। কয়েক বছরে বিভিন্ন রুটে আন্তঃনগর ট্রেনে যাত্রী সংখ্যা বাড়ছে।

অতিরিক্ত চিফ অপারেটিং সুপারেনডেন্ট আহসান উল্লাহ ভুইয়া বলেন, মোট ২৩৮টি স্টেশনের মধ্যে ৭৬ স্টেশন বিভিন্ন কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। ৫৫৯টি স্টেশন মাস্টারের পদের মধ্যে ২৪৯টি পদ শূন্য রয়েছে।

বাসস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে