ডেস্ক রিপোর্টঃ আজারবাইজান, প্রাকৃতিক গ্যাস এবং তেলসমৃদ্ধ একটি দেশ। ফলে দেশটির অনেক জায়গাতেই আগুন জ্বলতে দেখা যায়। তবে এর মধ্যে ব্যতিক্রম অ্যাবশেরন উপদ্বীপে জ্বলতে থাকা আগুন।

১০ মিটার জায়গাজুড়ে অবিরাম জ্বলছে এই আগুন, যা চার হাজার বছর ধরে জ্বলছে একাধারে। কখনও নেভে না। এমনকি ঝুম বৃষ্টি, বরফ কিংবা ঝড়োবাতাস বয়ে গেলেও নেভে না এই আগুন। খবর সিএনএনের।

এটি আজারবাইজানের শিখা অনির্বাণ। এ বিষয়ে বলছিলেন স্থানীয় নারী অ্যালিয়েভা রাহিলা। অ্যাবশেরন উপদ্বীপে পর্যটক গাইডের কাজ করেন আলিয়েভা রাহিলা।
তিনি জানান, সারা দিন আগুন জ্বলার কারণে আশপাশের এলাকা স্বাভাবিকের চেয়ে বেশ উত্তপ্ত থাকে।

এ জায়গা ছাড়াও দেশটির অনেক জায়গায় এভাবে আগুন জ্বলছে। আর এভাবেই ‘আগুনের ভূমি’ হয়ে উঠেছে আজারবাইজান।

এই জ্বলন্ত আগুনের অভিজ্ঞতা লাভের জন্য হাজার বছর ধরে দুঃসাহসিক পর্যটকরা ভ্রমণের জন্য বেছে নিচ্ছেন আজারবাইজানকে। ভেনিস দেশীয় এক পর্যটক সতেরো শতকে বেড়াতে গিয়ে লিখেছিলেন আজারবাইজানের জ্বলন্ত আগুন নিয়ে।

পিবিএ/বাখ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে