frst hazz flayte

বিডি নীয়ালা নিউজ( ৪ঠা আগস্ট ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ  ৪০১ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। আজ বৃহস্পতিবার সকাল ৮টা পাঁচ মিনিটে বিমানের বিজি-১০১১ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে হজ ফ্লাইট উদ্বোধন করেন। এ সময় তারা মোনাজাতেও অংশ নেন।

প্রথম হজ ফ্লাইটে ৪১৯ জন সৌদি আরব যাওয়ার কথা থাকলেও ১৮ জন অসুস্থতার কারণে যেতে পারেননি। ফলে ৪০১ জন যাত্রী নিয়েই আজ সকালে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা দেয়।

এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে রাশেদ খান মেনন বলেন, ‌হজযাত্রীদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন, এবারের ব্যাবস্থাপনা সুষ্ঠু ও ভালো।

 bdlive24

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে