মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি  : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্দোগে এর  আগে ঈদুল আজহার সময় গরু কোরবানি দিয়েছিল। সঙ্গে ছিল ঈদের নানা খাদ্য সামগ্রীর উপহার। মূলত অসচ্ছল শিল্পী ও জুনিয়র শিল্পীরা প্রাধান্য পেলেও এ উপহার পান সচ্ছল শিল্পীরাও।

এবারও এমন উদ্যোগ নিয়েছে সমিতি। আজ (২৭ মে) ৩০০ জুনিয়র বা সহকারী শিল্পীকে উপহার ও বোনাস প্রদান করা হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘জুনিয়র শিল্পীদের আমরা ঈদ বোনাস ও উপহার দিলাম। আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব। আর এ কাজে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই অভিনেত্রী নিপুণের প্রতি।

আজ বেলা ১২টা থেকে বিএফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে চলছে এ কার্যক্রম।

অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াতে ও শিল্পীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বাড়াতে এমন উদ্যোগ। পরবর্তী ঈদেও এ ধরনের কার্যক্রম চলবে বলে জানান জায়েদ খান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে