কাওছার হামিদ, নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পালিত হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্ম জয়ন্তী। গত রবিবার সন্ধায় স্থানীয় কবি নজরুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ জন্ম জয়ন্তীতে কেক কাটার মধ্য দিয়ে কর্মসুচির সুচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কিশোরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ (অবঃ), লেখক সংবাদিক আব্দুল মান্নান, কিশোরগঞ্জ মহিলা বিএম কলেজের অধ্যক্ষ মোঃ সুজাউদ্দালাহ লিপটন, কিশোর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কবি নজরুল ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ ফয়জুল ইসলাম,সাংবাদিক মিজানুর রহমান প্রমূখ। তারা সকলেই কবির জীবনাদর্শ, গান, কবিতা, উপন্যাস,নিয়ে স্মৃতি চারন করেন। শেষে কবির আত্মার শান্তির জন্য দোয়া করা হয়। উল্লেখ্য যে, কবি নজরুল ফাউন্ডেশন ২০১৮ সালে স্থাপিত হওয়ায়ার পর থেকে কবির সৃষ্টকর্মের নানা দিক নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে আসছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে