ডেস্ক স্পোর্টসঃ ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলে ৩২ দল থেকে উন্নীত করে ৪৮টি দলকে খেলার অনুমতি দিয়েছে ফিফা। সেই সঙ্গে কাতারের সঙ্গে আরেকটি দেশে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে। 

ফুটবল গভর্নিং বডির প্রধান গিয়ান্নি ইনফান্টিনো চান, ৩২ দলের বদলে ৪৮টি দল বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করুক। ফিফার পক্ষ থেকেও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতার ছাড়াও অন্তত একটি দেশকে ফুটবল ম্যাচ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে।

এ ব্যাপারে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে চলতি বছরের জুনে। এদিকে ২০১৭ সালেই ফিফার গভর্নিং বডি জানিয়েছিল যে, ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে ৪৮টি দল। সেই বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।

এদিকে কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠানের ব্যাপারে ব্যাপক ক্ষোভ রয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর। সৌদি জোট আগে থেকেই বলে আসছিল, বিশ্বকাপ ফুটবলের ম্যাচ তাদের দেশেও ভাগাভাগি করার ব্যাপারে। এমনকি ২০১৭ সালের মাঝামাঝি থেকে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধও আরোপ করেছে সৌদি জোট।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে