সৈয়দ মাজহারুল পারভেজ

Syed_mazharul_parvez2

আজ ১৯ই মে। আমরা অনেকেই মাতৃভাষার জন্য রক্ত দেয়ার ২১ ফেব্রুয়ারির কথা জানি। ১৯ই মে’র কথা বাংলাদেশের অনেকেই জানি না।

১৯৬১ সালের এই দিনে আসামের শিলচরে অসমীয়া ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন ও মিছিল হয়। প্রতিবাদীদের সেই শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে সাথে সাথে লুটিয়ে পড়ে তরতাজা ১১টি প্রাণ।

এ দিন বাংলাভাষার জন্য প্রাণ দিয়েছিলেন তাঁরা হলেন : কমলা ভট্টাচার্য, শচীন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, সত্যেন্দ্র দেবনাথ, হিতেশ বিশ্বাস, কুমুদরঞ্জন দাস, তারিণী দেবনাথ, সুনীল সরকার ও সুকুমার পুরকায়স্থ।

13230242_864670086994556_6805711750642673654_n 13240582_864670140327884_8891020029812823769_n

স্যালুট শিলচরের ভাষাশহীদেরা, তোমাদের রক্তে পাওয়া আমাদের এই বাংলা ভাষা। একুশের ভাষাশহীদ রফিক, শফিউর, সালাম, জব্বার, বরকত, অহিউল্লাহর সাথে আমরা তোমাদেরকেও ভুলব না।

লেখক : বিশিষ্ট্য কথাসাহিত্যিক ও সাহিত্য সংগঠক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে