জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে সব কার্যক্রম ডিজিটাল প্রযুক্তির আওতায় আনতে হবে এবং সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাতে হবে।
আজ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুদ্ধাচার বিষয়ে গঠিত বিভিন্ন কমিটির এক সমন্বয় সভায় আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিকসহ সব ধরনের কর্মকান্ডে সততা, নিষ্ঠা, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রাখার কথাও উল্লেখ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

BSSN

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে