জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী সৈয়দপুরে রেলওয়ের উদ্ধতন-উপ-সহকারী প্রকৌশলী পথ সুলতান মৃধাকে ফাঁসাতে ও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের৷ গতকাল শনিবার রাতে এ ষড়যন্ত্রের শিকার হন তিনি ৷

সুলতান মৃধা অভিযোগ করেন, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে নিষ্ঠা ও সত্যতার সহিত চাকুরী করছেন৷ তিনি অনিয়ম ও চাকুরীতে ফাঁকিবাজি কখনোই ছাড় দেন না ৷ এরই সূত্র ধরে এক কর্মচারীকে বদলী করেন এবং তাঁর বিরুদ্ধে কিছু অনিয়মের নোট দেন অফিসে৷ এতেই ক্ষিপ্ত উঠেন ওই কর্মচারী৷ তিনি সবসময় ব্যস্ত থাকেন কিভাবে সুলতানকে হেনস্থা করা ও চাকুরীচ্যুত করা যায় ৷ এদিকে সুলতান মৃধা স্ত্রী অসুস্থ থাকার কারণে শনিবার রাতে তাঁর এক মহিলা কর্মচারীকে রাতের খাবারের জন্য রুটি তৈরী করতে বলেন৷ সে অনুযায়ী ওই মহিলা কর্মচারী রুটি তৈরী করে সুলতানকে তাঁর বাসায় ডাকেন৷

রুটি খাওয়া শেষ হতেই না হতেই বদলী হওয়া ওই কর্মচারী কিছু লোকজন নিয়ে হাজির হন বাসায় ৷ তারা সুলতানকে দিয়ে ওই নারীর মিথ্যা বদনাম সৃষ্টি করেন বিষয়টি অল্প সময়ে ছড়িয়ে পড়ে ৷ এ সুযোগ কাজে লাগিয়ে একটি পক্ষ সুবিধা না পেয়ে রং চং করে ফেসবুকে ভাইরাল করার চেষ্টা করছে৷

আজ রবিবার দুপুরে তাঁর অফিসে বসে এসব ষড়যন্ত্রের প্রতিবাদ করেন এবং ষড়যন্ত্রকারীদের বিচার দাবী করেন৷ সেই সাথে তিনি এ নিয়ে আইনী ব্যবস্থা নিবেন বলে জানান৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে