জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (৮ মার্চ) বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেটের এ অভিযান চালানো হয়েছে। অধিদফতরে নীলফামারী সহকারী পরিচালক মোঃ সামসুল আলম এতে নেতৃত্ব দেন।

এসময় তাঁর সাথে ছিলেন, নীলফামরী জেলা কৃষি বিভাগের বিক্রি ও বিপণন কর্মকর্তা এটিএম এরশাদ আলম, পেসকার সহিদুল ইসলাম, এএসআই ছালাম প্রমুখ।

অভিযানকালে শহীদ জহুরল হক রোডস্থ মেসার্স রহমত ট্রেডার্সে চিনি সয়াবিন তেলের চালান দেখাতে না পারায় ৬ হাজার টাকা এবং মমতাজ ট্রেডার্সের মূল্য তালিকা না থাকায় ৫ হাজারজরিমানা করা হয়।

এছাড়া শহরের পুরাতন বাবুপাড়া দারুল উলুম মাদ্রাসা মোড়ের সাগির বেকারি ৫ হাজার ও রোজ বেকারির ২ হাজার মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধি বা মজুদ না করার জন্য সতর্ক করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে