জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ দেশের ৭ম বাণিজ্যিক শহর সৈয়দপুরকে জেলা ও সিটি করপোরেশনের দাবীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷ রোববার রাতে শহরের শিল্প সাহিত্য সংসদের তৃতীয় তলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয় ৷ সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন তালুকদারের আহবানে শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম আনোয়ার শামীমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় ৷

এ আন্দোলন যৌতিক ও অস্তিত্বের লড়াই দাবী ও একাত্ম ঘোষনা করে মতবিনিময় সভায় বক্তব্য দেন মিজানুল হক,মুজিবুল হক,মহসীন রুবেল,রোবায়তুর রহমান,শাহজাহান সরকার,দেলওয়ার হোসেন,সাংবাদিক এম আর আলম ঝন্টু,সরকার মোঃকবীর উদ্দীন,শরিফুল ইসলাম প্রমুখ ৷

সভায় শহরের রাজনৈতিক,ব্যবসায়ী, সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন ৷ সভায় বক্তব্যরা সৈয়দপুর উপজেলা হলেও দেশের জন্য কি কারণে গুরুত্বপূর্ণ ,কেন জেলা ও সিটি কর্পোরেশন বাস্তবায়ন করা হবে না সে দিকগুলো তুলে ধরেন ৷ এর আগেও এনিয়ে আন্দোলন হলেও পরে ঝিমিয়ে পড়ে ৷ ঝিমিয়ে পড়া সেই আন্দোলনকে চাঙ্গা করতে নতুনভাবে মাঠে নেমেছেন সাবেক ছাত্রনেতা,প্রবীন রাজনীতিবিদ,সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন তালুকদার ৷ তাঁর এই আন্দোলনে মাঠে নামাকে সৈয়দপুরবাসী সাধুবাদ জানিয়েছেন ৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে