ডেস্ক রিপোর্টঃ নতুন বছরের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে পার করলো। এর ফলে টানা ৬ কার্যদিবস সূচক বাড়লো।
সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে বেশিরভাগ কোম্পানীর শেয়ার ও বাজার মূলধন বেড়েছে।তবে কমেছে লেনদেনের পরিমাণ।
দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন ডিএসইতে সূচক বেড়েছে ৪৮ পয়েন্ট। ২০১৪ সালের ২ নভেম্বরের পর সর্বোচ্চ স্থানে দাঁড়িয়েছে ডিএসইর সূচক।
তথ্য মতে, বোরবার ডিএসইতে ৩৮ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ১৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৯৯৩ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৭০ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৩৮ কোটি ২৮ লাখ ৯ হাজার টাকা।
তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৭.৮৪ পয়েন্ট বেড়ে ৫০৮৩.৮৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০.৯৭ পয়েন্ট বেড়ে ১৮২১.৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ডিএসইএস ৮.৬৬ পয়েন্ট বেড়ে ১২০০.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৩ টির,কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে টাকার অংকে প্রধান ১০টি কো¤পানি হলো: ইফাদ অটোস, ন্যাশনাল ব্যাংক, আরএসআরএম স্টিল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, সিঙ্গার বিডি, জিএসপি ফাইন্যান্স, নাভানা সিএনজি, কেয়া কসমেটিকস, ইউনিক হোটেল ও অ্যাপোলো ইষ্পাত।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি: প্রাইম ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ড, আরামিট সিমেন্ট, আরএসআরএম স্টিল, ফাইন ফুডস, জিএসপি ফাইন্যান্স, নাভানা সিএনজি, আইএফআইসি ১ম মিউচ্যুয়াল ফান্ড, ডরিন পাওয়ার, জাহিন স্পিনিং ও আইসিবি ৩য় এনআরবি।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি: জিলবাংলা সুগার, প্রাইম লাইফ ইন্সুরেন্স, শ্যামপুর সুগার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, সিএমসি কামাল, মিরাকেল ইন্ডা,ইউনাইটেড এয়ার, হা-ওয়া ওয়েল টেক্স, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ও ওয়ান ব্যাংক লিঃ।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে