কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে, আ,ফ,ম মহিউদ্দিন শেখ: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ উৎসব পালন করা হয়। সকাল ১০টায় উপজেলার কেশবা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উদ্বোধন করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান,আফজালুল হক ও নিলুফা ইয়াসমিন প্রমূখ। পরে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাজেডুমরিয়া ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজিবর রহমান স্কুলের সভাপতি আব্দুল হাইয়ের মাধ্যমে ২৭০জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন। সকাল ১১টার দিকে নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর খোলাহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলামসহ অন্যান্য সহকারী শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের নতুন পোশাকে সাজ সজ্জার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে সরকারের ভিষন বাস্তবায়নে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। দুপুর ১২টার দিকে পুষনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগমের সভাপতিত্বে এক অবিভাবক সমাবেশ ও বই বিতরণ উৎসবের মাধমে ১৬০জন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন,স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মহিমা রঞ্জন সরকার,এস এম সি সদস্য নিরেন্দ্র নাথ সরকার,রেহেনা আক্তার,কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য জাকারিয়া হোসেন,উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দিপালী রানী সরকার,সহকারী শিক্ষক লিপি শাহা,নাহিদা আক্তার প্রমূখ। দুপুর ১টার সময় মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ী সরকারী প্রাঃ বিঃ নতুন বই বিতরণ করেন সহকারী শিক্ষা কর্মকতা আফজালুল হক ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রব্বনী।বিদ্যালয়টির ছাত্র-ছাত্রী এবার পি এস সি পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করেছে ৪৬ জন্য শিক্ষার্থী মধ্যে ৪২ জন এ+(জি পি এ ৫.০০) পেয়েছে অন্য ৪ জন্য শিক্ষার্থীরা এ গ্রেড ( জি পি এ ৪.০০) পেয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে