এম ডি বাবুল, চট্রগ্রাম জেলা প্রতিনিধি: সীতাকুন্ডের চন্দ্রনাথধামে চলছে হিন্দু ধর্মাবলম্বী অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব শিবচতুর্দশী মেলা সীতাকুণ্ড পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরকে ঘিরে শুক্রবার সকাল হতে শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।

দেশ-বিদেশ হতে আগত সাধু সন্যাসী, পূণ্যার্থী-দর্শনার্থীদের পদভারে মুখরিত চন্দ্রনাথ প্রাঙ্গণ। শিবচতুর্দশী মেলা সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৩. সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ্ বিপিএম মহোদয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) জনাব মো. তারিক রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) জনাব এ.বি.এম নায়হানুল বারী, সহকারী পুলিশ সুপার (রাংগুনিয়া সার্কেল) জনাব হুমায়ুন কবিরসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে