ডেস্ক রিপোর্টঃ সিলেটে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে কাচা ও আধাপাকা ঘর। ঝড়ে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের মসজিদের টিনের চাল উড়ে গিয়ে আহত হয়েছেন ৫ জন। এছাড়া ঝড়ের কারণে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত ৮টায় সিলেট নগরীর উপর দিয়ে আকস্মিক ঝড় বয়ে যায়। এতে বিভিন্ন স্থানে কাচা ও আধাপাকা ঘরের ব্যাপক ক্ষতি হয়। কারো ঘরের চাল উড়ে গেছে, আবার কোথাও ভেঙে পড়েছে পুরো ঘর। সিলেট সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম জানান, ঝড়ে তার ওয়ার্ডে অবস্থিত বিভাগীয় স্টেডিয়াম জামে মসজিদের টিনের চাল উড়ে যায়। এসময় মুসল্লীরা এশার নামাজ আদায় করছিলেন। চাল উড়ে গিয়ে অন্তত ৫ জন আহত হন বলে জানান তিনি।

এছাড়া ঝড়ে নগরীর বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে পুরো নগরীর বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে আজ বিকেল পর্যন্ত কাজ করতে হয়েছে বিদ্যুৎ বিভাগকে।

 

 

 

 

 

B/D/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে