বিডি নীয়ালা নিউজ(১৭ই মে১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধি, রাজশাহী): সিরাজগঞ্জের অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতনের এক যুগ পূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে শুরু হয়েছে ৮দিন ব্যাপি নাট্য নিকেতন নাট্য উৎসব ২০১৬। উৎসবের দ্বিতীয় দিন ১৫ মে রবিবার সন্ধ্যায় নাট্যাধার,সিরাজগঞ্জ মঞ্চায়ন করে নাটক অতপরঃ বিষাদ সিন্ধু।
শাহ গরীবুল্লার জঙ্গনামা এবং মীর মোশারফ হোসেনের বিষাদ সিন্ধু উপন্যাস অবলম্বনে নাটকটি নাট্যায়ন ও নির্দেশনা দিয়েছেন শাহীন রহমান।
কারবালার বিয়োগান্ত পরিণতি নিয়ে বাংলা সাহিত্য কিংবা লোক গাঁথায় যে সব সাহিত্য রচিত হয়েছে জঙ্গনামাকে তার আকর বিবেচনা বোধহয় অসঙ্গত নয়। এর মধ্যে মীর মোশারফ হোসেন বিরচিত উপন্যাস বিষাদ সিন্ধু সর্বপেক্ষা জনপ্রিয় নিঃসন্দেহে। বাংলা সাহিত্য এই দুই শক্তিশালি উপন্যাসকে সমন্ময় করে প্রযোজনা অতপরঃ বিষাদ সিন্ধু। কারবালা প্রন্তরে ঘটে যাওয়া ইমাম হাসান ও ইমাম হোসেনের কাহিনী নিয়ে নাটক অতপরঃ বিষাদ সিন্ধু। ইমাম হাসানের বুকের উপর বসে সীমার যখন তার মস্তক ছিন্নর মধ্যে দিয়ে শেষ হয় অতপরঃ বিষাদ সিন্ধু।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল হাসান লালন,সঞ্জীব কুমার সরকার,রেজাউল করিম সিদ্দিকী রাসেল,টি. এম. তাহের,শাকিল আহমেদ,রাজু আহমেদ,কাওসার আহমেদ,সূচনা চৌধুরী,দোলন চাঁপা,এ্যানি,রেনেসাঁ আলম,হাসেম,শাহিন সাদ্দাম,আলভী,নাসিব খান,স্বপ্ন খান,আকাশ,লিটন দাস,রহিম।
নাটক শেষে নাট্যাধার অভিনেতাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলেদেন সিরাজগঞ্জ পাবনা সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না,এসময় উৎসব স্মারক তুলে দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জাতীয় নির্বাহী কমিটির সদস্যএ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল। অনুষ্ঠান পরিচালনা করেন নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌর।