durniti o oniom

বিডি নীয়ালা নিউজ(১লা জুলাই  ২০১৬)  মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধি): সিরাজগঞ্জ জেলা রেজিষ্ট্রার জছিম উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়ম, দুর্নীতি ও বদলী বাণিজ্যের অভিযোগ রয়েছে। এবার তার দায়িত্বে অবহেলা ও স্বেচ্ছাচারিতার প্রমান পাওয়া গেছে।  ২সপ্তাহ আগে তিনি তার নীজ অফিসের ১৬জন কর্মচারীর পবিত্র ঈদুল ফিতরের বেতন বোনাস নিশ্চিৎ না করে আনন্দ ভ্রমনে গেছেন জাপানে। বেতন বোনাস না পাওয়ার বিষয়টি নিশ্চিৎ হয়ে ওই জেলা রেজিষ্ট্রারের এমন অবহেলা ও স্বেচ্ছাচারিতায় কেঁদে বুক ভাসাচ্ছেন তার অধিনস্ত ওই বিভাগের কর্মচারীরা। তার বিরুদ্ধে সম্প্রতি বেশ কিছু অভিযোগ উঠেছে। অনিয়মতান্ত্রিক পদোন্নতি ও অতি অল্প দিনের ব্যবধানে বার বার আনডিউ বদলী করে ১৯জন কর্মচারীর নিকট থেকে ১ কোটি ৩৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিপুল টাকার এই ঘুষ দুর্নীতির মচ্ছব করে জেলা রেজিষ্ট্রার জছিমুদ্দিন ভূঁইয়া ইতিপূর্বে সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ আনন্দ ভ্রমন করেছেন। তা ছাড়া বাংলাদেশ রেজিষ্ট্রার সমিতির সদস্য হওয়ায় বিভিন্ন  সভা সেমিনারের কথা বলে অফিস ফাঁকি দিয়ে ব্যক্তিগত কাজ করে থাকেন তিনি। তার এমন কর্মকান্ডে ওই অফিসে বিভিন্ন কাজে আসা ব্যক্তিরা বিরম্বনার শিকার হচ্ছেন। এব্যাপারে ওই অফিসের রেকর্ড কিপার আব্দুস সোবাহান বলেন, স্যারের বিদেশ ভ্রমনের কারণে আমরা ১৬জন কর্মচারী পবিত্র ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি। সেই সাথে স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্যদের ঈদের আনন্দও মাটি হয়ে গেলো। এখন কি করে বাড়ির লোকরে শান্তনা দেবো তা নিয়ে দুশ্চিন্তায় আছি। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী, সিরাজগঞ্জের কৃতি সন্তান মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মোহাম্ম নাসিম ও আইজিআর এর হস্তক্ষেপ কামনা করছি।  সিরাজগঞ্জ সদর অফিসের সাব-রেজিষ্ট্রার শরীফ তোরাব আলীর সাথে কথা হলে তিনি বলেন, স্যার বিদেশ গেছেন কিন্তু কোথায় গেছেন জানিনা। তবে, কবে আসবেন বিষয়টি আমাকে জানানোর কথা থাকলেও তিনি আজো জানাননি। কর্মচারীদের বেতন-বোনাসের দায়িত্বও আমাকে দেয়া হয়নি বলে তিনি এ প্রতিবেদককে জানান।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে