ডেস্ক রিপোর্টঃ এক মাসের মধ্যে ব্যাংকের সুদের হার ‘সিঙ্গেল ডিজিটে’ নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ব্যাংকিং খাতে সুদের হার বাড়ার পেছনে কোনো যুক্তি নেই বলেও মনে করেন তিনি।

রবিবার রাজধানীর একটি হোটেলে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেনিতিনি।অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি আদর্শ ক্যাপিটাল মার্কেট গড়ে ওঠেনি বলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকেই বিনিয়োগের দায়িত্ব নিতে হয়েছে, যা ব্যাংকের মূল কাজ নয়।

মন্ত্রী বলেন, সুদের হার হঠাৎ বাড়তে শুরু করল। এই সুদের হার বাড়ার কোনো যৌক্তিকতা নেই। কেননা, কোথাও লিকুইডিটির কোনো সমস্যা নেই। অনেকে বলেছেন এবং আবেদন করেছেন যে লিকুইডিটি যাদের হাতে হাতে আছে, তারা খুব বেশি সংযমী। তাদের অনেক পয়সা রয়েছে, কিন্তু সেটা তারা ব্যবহার করে না।

সরকারি প্রতিষ্ঠানের যে তহবিল আছে, তার শতকরা ২৫ ভাগ অর্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা রাখার যে বাধ্যবাধকতা রয়েছে, তা বাড়িয়ে শতকরা ৫০ ভাগ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। ব্যাংকের সুদের হার কমানোর নিশ্চয়তা ব্যাংকাররা তাকে দিয়েছেন বলেও জানান মুহিত।

 

 

 

 

 

B/D/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে