সিরাজগঞ্জ থেকে ,মারুফ সরকারঃসিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর সংস্কার ও মূল ভবনকে “হেরিটেজ ঘোষণার” দাবিতে স্কুলের এক্স স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার সকালে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় সালেহা ইসহাক গার্লস স্কুলের এক্স স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মিতালী হোসেন বলেন, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে থাকা বিশাল আয়োতনের পুকুরটি সংস্কারের অভাবে ভরাট হয়ে মজা ডোবায় পরিনত হয়েছে। এতে ঐতিহ্যবাহী বিদ্যালয়ের পুকুরটি এক দিকে যেমন পরিবেশকে সুস্থ্য রাখে, তেমনি শিক্ষার্থীদের মননশীলতা ও সৃষ্টিশীলতাকে বাড়াতে সহায়তা করে। তিনি আরো বলেন, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ভবনটি ইতিহাস ও ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শন এবং স্থাপত্যকলা কালের সাক্ষি এই ভবনটি অযতœ-অবহেলায় সংরক্ষণের অভাবে জরা জীর্ন ও ঝুকিপূর্ণ হয়ে পরেছে। এমতবস্থায় সরকারি ভাবে বিদ্যালয়ের পুকুরটি সংস্কার করনসহ মূল ভবনকে “হেরিটেজ ঘোষণার” দাবি জানিয়ে স্কুলের এক্স স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। এসময় সালেহা ইসহাক গার্লস স্কুলের এক্স স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডঃ রুমানা ইয়াসমিন শাওন, সদস্য হাসনা হেনা, শামীম আরা লাজ, এ্যাডঃ শিরিন আক্তার, মাহমুদা সাথীসহ সংগঠনের প্রায় অর্ধশতাধীক প্রাক্তন ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এ্যাসোসিয়েশনের এই পদক্ষেপের সাথে একত্বতা ঘোষণা করেন বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন “পবা”। এসময় সংগঠনের নেত্রীবৃন্দ আরো জানান, উক্ত স্মারকলিপির অনুলিপি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হবে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে