অান্তর্জাতিক রিপোর্ট : ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি স্টাম্পিং করায় শ্রীলংকার সাবেক দলপতি ও উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারার পাশে বসলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
গতরাতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকার ওপেনার দানুষ্কা গুনাথিলাকাকে স্টাম্পিং করে সংখ্যাটা ৯৯ তে নিয়ে সাঙ্গাকারার রেকর্ড স্পর্শ করেন ধোনি।
ক্যারিয়ারে ৯৯ স্টাম্পিং করে এত দিন তালিকার শীর্ষে ছিলেন সাঙ্গাকারা। এবার তার রেকর্ডে ভাগ বসালেন ধোনি। ৪০৪ ম্যাচে সাঙ্গা যেখানে এমন অর্জন করেছেন, সেখানে ধোনির খেলেছেন ২৯৮ ম্যাচ। ১৮৯ ম্যাচে ৭৫টি স্টাম্পিং-করে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন শ্রীলংকার রমেশ কালুভিথারানা।
অবশ্য ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ডিসমিসালে সবার উপরে সাঙ্গাকারা। তার ডিসমিসাল ৪৮২টি। ৪৭২টি ডিসমিসাল নিয়ে দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্ট। তৃতীয়স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার। তার ডিসমিসাল ৪২৪টি। চতুর্থস্থানে রয়েছেন ধোনি। ৩৭৭টি ডিসমিসাল রয়েছে তার ঝুলিতে।

বি/এস/এস/এন


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে