ডেস্ক রিপোর্টঃ সরকারের ব্যর্থতায় রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না বলে মনে করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, রোহিঙ্গার বিষয়ে সরকার মিয়ানমারের কাছে ‘নতি স্বীকার’ করেছে। শনিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সরকার ব্যর্থ হয়েছে। যে কারণে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন শুরু করা যায়নি। রোহিঙ্গাদের নাগরিকত্ব, তাদের নিরাপত্তা, নিজের সম্পত্তির মালিক হয়ে বাসভূমিতে ফিরে যাওয়া—এই বিষয়গুলো নিশ্চিত হয়নি বলেই আস্থার অভাবে রোহিঙ্গারা রাখাইনে যায়নি।

P/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে