এম ডি বাবুল, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ লোহাগাড়ায় সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করে ১১ টি ঘর ও একটি খামার মোট ৩ একর খাস জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করেছেন লোহাগাড়া প্রশাসন আজ ৩০ নভেম্বর ২০২২ সকাল ৯ঃ৩০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত আধুনগর ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড এর রশিদের ঘোনার মৌলভী পাড়া এলাকায় সরকারি খাস জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে মোট ১১ টি ঘর ও ১ টি খামার ভেংগে গুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত টিলা শ্রেণির প্রায় ৩ একর খাস জমির মূল্যমান প্রায় ৬০ লক্ষ টাকা। সরকারি খাস জমিতে বিধি বহির্ভূতভাবে যারা ঘর ও স্থাপনা নির্মাণ করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তা সরিয়ে ফেলতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় এস আই সাইদুলসহ পুলিশ বাহিনীর সদস্যরা, গ্রাম পুলিশসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত থেকে সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার শরিফুল্লাহ ও সহকারী কমিশনার ভূমি মোঃ শাহজাহান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে