ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার নামাজে জানাজা আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
তিনি সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন।
জানাজায় সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্র্টি, এলডিপি, বিকল্পধারা বাংলাদেশ, ওয়ার্কাস পার্টিসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মচারিরা অংশ নেন।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ এবং পরিবারের পক্ষ থেকে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়।
জানাজা শেষে একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মো. মশিউর রহমান রাঙ্গাঁ, এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্যবৃন্দ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
নামাজে জানাজা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে