জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ উত্তরের জেলা নীলফামারী সৈয়দপুরে তাপমাত্রা কমে যাওয়ার ফলে বেড়েছে শীতের তীব্রতা। টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহের পর এখন চেপে বসেছে শীত।

প্রচণ্ড এ শীতে ঠিকমত কাজে যেতে পারছেন না সৈয়দপুর উপজেলাসহ সবকটি ইউনিয়নের নিম্ন আয়ের খেটেখাওয়া মানুষ। গতবছরের তুলনায় এবারে নতুন বছরের শুরু থেকে শীতের তীব্রতা বেশি হলেও নতুন বছরে দাতা সংস্থাদের তেমন কোন শীতবস্ত্র বিতরণ চোখে পড়েনি। এর মধ্যেই ব্যক্তিগত ভাবে কিছু
ব্যক্তি অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন ৷

শীতার্ত এসব অসহায় মানুষের কথা ভেবে আজ বুধবার সকালে কামারপুকুর সরকারপাড়া ( টইল্লাপাড়া) গ্রামের মৃত মনছুর আলী সরকারের দুই ছেলে ব্যবসায়ী নাজমুল হুদা সরকার ও মোজাহারুল ইসলাম সরকার অত্র এলাকার বিভিন্ন গ্রামের শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ৷ কম্বল পেয়ে অসহায়রা বেজায় খুশি হয়ে কম্বল বিতরণকারীদের জন্য দোয়া কামনা করেন ৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে