ডেস্ক রিপোর্টঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ কেজি ৩২০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। আজ সকাল ৭টার দিকে কাতার থেকে আসা একটি ফ্লাইট থেকে মালিকবিহীন অবস্থায় স্বর্ণগুলো জব্দ করা হয়। যার বাজারমূল্য ৪ কোটি ৬৬ লাখ টাকা।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) শহীদুল ইসলাম জানান, ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিমানটি তল্লাশি করে ১৮ এফ সিটের নিচে বিশেষ কায়দায় চারটি প্যাকেটে কালো টেপ দিয়ে পেঁচানো অবস্থায় স্বর্ণেরবারগুলো পায় গোয়েন্দা দল। জব্দকৃত স্বর্ণ শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে