আব্দুস সালাম (৪৮)

ডেস্ক রিপোর্টঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজির বেশি ওজনের সোনার বারসহ আব্দুস সালাম (৪৮) নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউস। সোনার বারের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১৫ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টম হাউস। সোমবার রাত ১১টার দিকে ওই যাত্রীকে সোনাসহ আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী বলেন, সিঙ্গাপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট গতকাল রাত ১০টা ৪০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। ওই উড়োজাহাজে এসেছিলেন আব্দুস সালাম। তাঁকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আর্চওয়ে মেশিনে চেক করা হলে আব্দুস সালামের প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। তাঁর পরে থাকা প্যান্টের বিভিন্ন অংশে লুকানো সাদা রঙের স্কচটেপে মোড়ানো ২টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ২টি প্যাকেট থেকে ১০৩টি স্বর্ণবার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম।

পিবিএ,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে