ডেস্ক রিপোর্টঃ স্থানীয় সময় বুধবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলে বোমা হামলার ঘটনা ঘটে। এই হামলায় ৪০ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই আফ্রিকা থেকে আসা অভিবাসী। যারা লিবিয়ার পথ ব্যবহার করে ভাগ্য পরিবর্তনে ইউরোপ যেতে চেয়েছিলেন। লিবিয়ায় আটক হওয়ার পর যাদের ওই ডিটেনশন সেন্টারে বন্দি করে রাখা হয়। সম্প্রতি লিবিয়ার ওপর দিয়ে ইউরোপে যাওয়া অভিবাসীদের সংখ্যা বেড়েছে। ফলে বেড়েছে আটক অভিবাসীর সংখ্যাও। লিবিয়ার জরুরি সেবা বিভাগের মুখপাত্র ওসামা আলী এএফপিকে জানিয়েছেন, যেখানে সরাসরি হামলা চালানো হয়েছে সেখানে ১২০ জন শরনার্থী ছিলেন। যেহেতু বহু মানুষ আহত হয়েছে তাই ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়বে।

জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ আল সেররা এই হামলার জন্য বিদ্রোহী গ্রুপ লিবিয়ান ন্যাশনাল আর্মিকে (এলএনএ) দায়ী করেছেন। দীর্ঘদিন ধরেই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে এলএনএ। এমনকি গত সোমবার গ্রুপটি ত্রিপলির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ভারী বিমান হামলার হুমকিও দেয়। যদিও অভিবাসীদের ওপর হামলার কথা অস্বীকার করেছে লিবিয়ান ন্যাশনাল আর্মি।

পিবিএ/বাখ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে