আতিকুর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দেশের একমাত্র অনুমোদিত প্রাইভেট টেলিমেডিসিন কোম্পানী হিউম্যান হেলথ হেল্পলাইন (HHH) এর লালপুর শাখা আগামী ১ অক্টোবর উদ্বোধন করা হবে। এউপলক্ষে প্রতিষ্ঠানটির কর্মকর্তা- কর্মচারীদের অপারেটর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মডেল প্রেসক্লাব হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় কোম্পানীটির নাটোর জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটি ডিএমডি সেলিম রেজা।

তিনি জানান, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছেন তারা। চারটি ক্যাটাগরিতে তারা টেলিমেডিসিন সেবা প্রদান করবেন। এমধ্যে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এতিম, হতদরিদ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। অন্যদিকে মধ্যবৃত্ত পরিবার গুলো নাম মাত্র মূল্যে অথাৎ এক ব্যক্তির একবছরের স্বাস্থ্যসেবার জন্য গুনতে হবে মাত্র ২০০ টাকা। এবং ৬ সদস্যে পরিবারের এবছর এ স্বাস্থ্যসেবা পাবে মাত্র ৫০০ টাকায় এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পৌর বাস্তবায়নকারী কর্মকর্তা মাসরুফউদ্দৌলা তিতির, ইউনিয়ন প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মোহাম্মদ আলী, শরিফুল ইসলাম প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে