আন্তর্জাতিক ডেস্কঃ রোমানিয়ার পূর্বাঞ্চলীয় বুজাউ কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার সকালে ৫.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর আর্থ ফিজিকস। এটি রোমানিয়ায় গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বুখারেস্ট থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে নেহোইউর কাছে ভূগর্ভের ১৫০ কিলোমিটার গভীরে। রাজধানী বুখারেস্টসহ দেশটির অন্যান্য শহরেও ভূমিকম্পটি জোরালোভাবে অনুভূত হয়েছে। তবে উৎপত্তিস্থলের আশপাশের এলাকাগুলোতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে