আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার প্রকৌশলী ও কর্মকর্তাদের বহনকারী একটি ট্রেন শুক্রবার উত্তর কোরিয়ায় গেছে। দুই কোরিয়ার মধ্যে রেলপথ পুনঃসংযোগে ঐতিহাসিক যৌথ পর্যবেক্ষণের কাজ শুরু করতে তারা দেশটিতে গেলে এ বছরের গোড়ার দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে স্বাক্ষরিত চুক্তিগুলোর অন্যতম ছিল রেলপথ সংযোগ চুক্তি। ২০০৭ সালের পর এই প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া থেকে একটি ট্রেন উত্তর কোরিয়ায় প্রবেশ করলো।

শুক্রবার টেলিভিশনের এক ফুটেজে আন্তঃকোরীয় সীমান্তের পশ্চিমাংশের অতি কাছের টার্মিনাল দক্ষিণ কোরিয়ার ডোরাসান স্টেশন থেকে লাল, সাদা ও নীল রঙের একটি ট্রেন উত্তর কোরিয়ার উদ্দেশে বেরিয়ে যেতে দেখা যায়। ট্রেনটিতে লাগানো একটি ব্যানারে লেখা ছিল ‘আয়রন হর্স এখন শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে চলছে।’ পরিবহন মন্ত্রী কিম হিউন-মী বলেন, ‘রেলপথ পুনরায় চালু করা উত্তর ও দক্ষিণের যৌথ সমৃদ্ধি শুরুর ইঙ্গিত বহন করছে।’

B/S/S/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে