ডেস্ক স্পোর্টসঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। এ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক ঘটলো বাঁ-হাতি ব্যাটসম্যান সাদমান ইসলামের। আঙ্গুলের ইনজুরি নিয়ে ঢাকা টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। তবে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই খেলছেন তিনি। তাই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে একাদশে সুযোগ পেয়েছেন লিটন দাস। তবে এই একাদশে স্বীকৃত কোন পেসারকে রাখেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রামে সিরিজে প্রথম টেস্টে ৬৪ রানে জিতেছিলো বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সাকিবের দল।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মোমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), কাইরেন পাওয়েল, শাই হোপ, শিমরোন হেটমায়ার, সুনীল অ্যাম্ব্রিস, রোস্টন চেজ, শেন ডাউরিচ (উইকেটরক্ষক), দেবেন্দ্র বিশু, শিরমন লুইস, কেমার রোচ ও জোমেল ওয়ারিকান।

B/S/S/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে