ডেস্ক রিপোর্টঃ নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রায়পুরার চরাঞ্চলের মির্জারচর ইউনিয়নে এ সংঘর্ঘের ঘটনা ঘটে। নিহতরা হলেন-একই ইউনিয়নের বালুচর গ্রামের কাউনিয়া মিয়ার ছেলে ইকবাল (৩০) ও মির্জারচর মধ্যপাড়া এলাকার সৈকত মিয়ার ছেলে আমান উল্লাহ (৩২)। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান সংঘর্ষে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত মির্জারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে এলাকায় আধিপত্য বিস্তার বিজয়ী চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাফর ইকবাল মানিক ও পরাজিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুকুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগেও দুইপক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে হতাহতের ঘটনার পর ইউপি চেয়ারম্যান মানিকের সমর্থকরা এলাকা ছাড়া ছিলো। তিনদিন আগে এলাকা ছাড়া লোকজন এলাকায় ফিরে যায়।

আজ মঙ্গলবার সকালে পরাজিত চেয়ারম্যান ফারুকুল ইসলামের সমর্থকরা ইউপি চেয়ারম্যান মানিকের সমর্থকদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে ৭ জন গুলিবিদ্ধ ও তিন মারধরের শিকার হয়ে আহত হলে তাদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আহতদের নরসিংদী সদর ও অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান আহত স্বজনরা।

P/B/A/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে