আন্তর্জাতিক রিপোর্টঃ রাশিয়ার সোচি থেকে রুশ একটি সামরিক বিমান উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই রাডার থেকে হারিয়ে গেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। রুশ জরুরী বিভাগের একটি সূত্রকে উদ্ধৃত করে এই খবরটি দিয়ে বলা হয়েছে যে, হারিয়ে যাওয়া উড়োজাহাজটি ছিল একটি টু-১৫৪ বিমান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে খবরটি নিশ্চিত করে জানায়, ৯১ জন মানুষ ঐ বিমানটিতে অবস্থান করছিল।

অসমর্থিত সূত্রের খবরে বলা হচ্ছে, বিমানটি সিরিয়ার লাটাকিয়া প্রদেশের দিকে যাত্রা করছিল। ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা রুশ জরুরী অবস্থা সংক্রান্ত মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলছে, সোচির অ্যাডলার বিমানবন্দর থেকে উড্ডয়নের ২০ মিনিট পর বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। রাশিয়ার সমুদ্রসীমার ওপরেই বিমানটি হারিয়ে যায় বলে জানাচ্ছে অপর একটি সূত্র।

স্থানীয় সংবাদ সংস্থাগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলছে, উড়োজাহাজটিতে ৮৩ জন যাত্রী এবং ৮ জন ক্রু ছিল। কিছু খবরে বলা হচ্ছে, একটি সামরিক সঙ্গীতদল এবং সাংবাদিকরা ঐ বিমানে ছিল। রুশ একটি টিভি চ্যানেল বলছে, নিখোঁজ বিমানটির সন্ধানে একটি অভিযান এখন চলছে।

বি/এস/এস/এন

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে