ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের পশ্চিমবঙ্গে হত্যাকাণ্ডের শিকারের ঘটনায় দুদেশের সমন্বয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে নদী দিবস ঘোষণার দাবিতে নোঙর ট্রাস্টের আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

মন্ত্রী বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার ঘটনায় দুদেশের গোয়েন্দা, কলকাতা হাইকমিশন, পশ্চিমবঙ্গ পুলিশ সমন্বয় করে কাজ করছে।

তিনি বলেন, তদন্তাধীন বিষয় হওয়ায় মন্তব্য করতে চাই না। তবে শিগগিরই সব জানতে পারবেন।

ড. হাছান বলেন, নদীপথে পণ্য পরিবহন বাড়াতে পারলে অর্থনীতিতে ভূমিকা রাখবে।
এ সময় অতিরিক্ত যাত্রী পরিবহন, অধিক মুনাফা লাভের ইচ্ছা, ফিটনেসবিহীন পরিবহন নৌ দুর্ঘটনার অন্যতম কারণ বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী।

SO/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে