রাজশাহী সিটি করপোরেশনের এলাকায় চলমান গণটিকা ক্যাম্পেইনের রোববার (১২ সেপ্টেম্বর) চতুর্থ দিনে মহানগরীর ৩০টি ওয়ার্ডের ৮৪টি কেন্দ্রে ২০ হাজার ২৭৫ জনকে কোভিড-১৯ এর টিকা মডার্নার ২য় ডোজ দেওয়া হয়েছে। ৭, ৮, ১১ ও ১২ সেপ্টেম্বর এই চারদিনে ৩০টি ওয়ার্ডে মোট এক লাখ ৯ হাজার ৮৭১ জনকে ২য় ডোজ টিকা দেওয়া হলো।

রোববার রাতে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। .
তিনি বলেন, ১২ সেপ্টেম্বর রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ৮৪টি কেন্দ্রে ৯ হাজার ৭৫২ জন পুরুষ ও ১০ হাজার ৫২৩ জন নারী ২য় ডোজ টিকা নিয়েছেন। নারী ও পুরুষ মিলে মোট টিকা নিয়েছেন ২০ হাজার ২৭৫জন।

এর মধ্যে ১নং ওয়ার্ডে ৭৫৬, ২নং ওয়ার্ডে ১ হাজার ৩৯২, ৩নং ওয়ার্ডে ৫১৮, ৪নং ওয়ার্ডে ৭৭২, ৫নং ওয়ার্ডে ৯২৪, ৬নং ওয়ার্ডে ৫৮০, ৭নং ওয়ার্ডে ৫০০, ৮নং ওয়ার্ডে ২৯৩, ৯নং ওয়ার্ডে ৩৭৭, ১০নং ওয়ার্ডে ২৯৯, ১১নং ওয়ার্ডে ৩১৬, ১২নং ওয়ার্ডে ৪৩৭, ১৩নং ওয়ার্ডে ৬০২, ১৪নং ওয়ার্ডে ৮৬৭, ১৫নং ওয়ার্ডে ৬৭২, ১৬নং ওয়ার্ডে ৯৮০, ১৭নং ওয়ার্ডে ৯৯৪, ১৮নং ওয়ার্ডে ১ হাজার ৫০, ১৯নং ওয়ার্ডে ১ হাজার ২৮৮, ২০নং ওয়ার্ডে ৩৩১, ২১নং ওয়ার্ডে ৪৩৪, ২২নং ওয়ার্ডে ৩৩৬, ২৩নং ওয়ার্ডে ২৯১, ২৪নং ওয়ার্ডে ৫১৫, ২৫নং ওয়ার্ডে ৪২৭, ২৬নং ওয়ার্ডে ৮৪৫, ২৭নং ওয়ার্ডে ৪২৫, ২৮নং ওয়ার্ডে ১ হাজার ১০৮, ২৯নং ওয়ার্ডে ১ হাজার ২৫ ও ৩০নং ওয়ার্ডে ৯২১ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।

এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (স্থানঃ মহিলা ক্রীড়া কমপ্লেক্স) কেন্দ্রে ৭৫৪ জনকে, পুলিশ হাসপাতাল কেন্দ্রে ২২৪ ও আইডি হাসপাতাল কেন্দ্রে ২৬৬জন, সিএমএইচ কেন্দ্রে ১১১ জনকে ২য় ডোজ টিকা দেওয়া হয়েছে। মডার্নার টিকার বাইরে ২ হাজার ৫ জনকে সিনোফার্ম টিকা দেওয়া হয়েছে। আর ৭, ৮, ১১ ও ১২ সেপ্টেম্বর এই চারদিনে ৩০টি ওয়ার্ডে মোট এক লাখ ৯ হাজার ৮৭১ জনকে ২য় ডোজ টিকা দেওয়া হলো বলেও জানান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

এদিকে, ওয়ার্ডে ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে টিকা নেওয়ায় মহানগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন- রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তবে টিকা নিলেও সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রাজশাহীর মেয়র।

ban/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে