সোহেল রানা, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী রেলওয়ে স্টেশন চত্ত্বর থেকে এক টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। মঙ্গলবার (৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক টিকিট কালোবাজারির নাম শফিকুল ইসলাম (২৮),সে নগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল কলোনির বাসিন্দা।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) প্রসিকিউশন শাখা রাজশাহীর এএসআই ফজলু হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,রেলের টিকিট কালোবাজারি রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল থেকেই তৎপর ছিলো আরএনবির সদস্যরা। এসময় সন্দেহজনক চলাফেরা করা অবস্থায় শফিকুল ইসলামের উপর নজরদারি রাখা হয়।

পরে স্টেশনের ৫নম্বর প্লাটফর্মের মাঝামাঝি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে আট আসনের ছয়টি টিকিট জব্দ করা হয়। টিকিটগুলোর মধ্যে পাঁচটি ৪ ডিসেম্বরের ধূমকেতু এক্সপ্রেসের ও একটি ৫ জানুয়ারির ধূমকেতু এক্সপ্রেসের।

আইনগত প্রক্রিয়া শেষে তাকে রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তরের করাহয়ছে। জনস্বার্থে টিকিট কালোবাজারি রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নিরাপত্তাবাহিনীর এই কর্মকর্তা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে