tofayel-ahmed

বিডি নীয়ালা নিউজ(৮ই মে১৬)-অনলাইন প্রতিবেদনঃ চলতি অর্থবছরে সামগ্রিক রপ্তানি লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

গতকাল শনিবার বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশেন (বিজিএমইএ) চার সাবেক সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ বছর ৩৩ দশমিক ৫ বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা আছে। আশা করি, তা টার্গেট ছাড়িয়ে ৩৪ বিলিয়ন ডলারের বেশি হবে।’

তিনি বলেন, ‘রানা প্লাজা ইজ নাথিং, এটা ওয়েক আপ কল ছিল।’

ভ্যাট সম্পর্কে ব্যবসায়িদের দাবি বিবেচনার আশ্বাস দিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘ভ্যাট সম্পর্কে সতকর্তার সাথে সিদ্ধান্ত নিতে হবে, কোনো কিছু যেন চাপিয়ে দেয়া না হয়। মুখ্য উদ্দেশ্য হবে, দেশীয় শিল্পকে রক্ষা করা।’

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বিজিএমইর সাবেক চার সভাপতিকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিতরা হলেন- ঢাকা উত্তর সিটির বর্তমান মেয়র আনিসুল হক, বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি সফিউল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ।

এসময় অন্যদের মধ্যে বিজিএমইএর বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, আনিসুর রহমান সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে