ডেস্ক রিপোর্টঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এ আসনে নির্বাচন করতে আগ্রহী মহানগর বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন।

বৃহ্স্পতিবার দলের নয়াপল্টন কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের কাছ তাদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে নির্বাচন করতে আগ্রহীদের আজকের মধ্যেই ফরম সংগ্রহ করতে হবে। শনিবার দলের মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। ৫ অক্টোবর হবে ভোটগ্রহণ।

J/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে