ডেস্ক রিপোর্ট : দিনাজপুর মাধ্যমকি ও উচ্চমাধ্যমকি পরীক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠতি ২০১৭ সালরে এস এসসি পরীক্ষা বিভাগের ৮টি জেলার মধ্যে নীলফামারী জেলা শ্রেষ্ঠ রেজাল্ট করছে।

আর ২০১৭ সালরে  দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এস এসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ২৬০৬ বিদ্যালয়ের ১ লাখ ৬৩ হাজার ৫৭২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উর্ত্তীন হন ১ লাখ ৩৭ হাজার ৩৬২জন।রংপুর জেলার পাশরে হার ৮৭ দশমকি ৫৭ ভাগ।এই জেলার ২৫ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থী উর্ত্তীণ হয়ছেে আর জিপিএ-
৫ পয়েছে ২ হাজার ১৭০ জন। গাইবান্ধা জেলার পাশের হার ৮৫ দশমকি ৭৬ ভাগ। ১৯ হাজার ৪৮৫ জন উর্ত্তীণ ও ৭৩০ জন জিপিএ-৫ পেয়েছেন। কুড়িগ্রাম  জেলার পাশরে হার ৮৩ দশমকি ৩৫ ভাগ। ১৬ হাজাড় ৪৬ জন উত্তীর্ণ ও জিপিএ-৫ পয়েছে ৪৪৮ জন। ঠাকুরগাঁও জেলার পাশরে হার ৮৩ দশমকি ২৮ ভাগ। ১৩ হাজার ৯১৮ জন উর্ত্তীণ ও জিপিএ-৫ পয়েছে ৭৩৮ জন পরীক্ষার্থী লালমনিরহাট জেলার পাশরে হার ৮৩ দশমকি ০৯ ভাগ। ১০ হাজা ৪৪৭ জন পরীক্ষার্থী উর্ত্তীণ হয়েছেন ।জিপিএ-৫ পেয়েছেন ২২৮ জন। পঞ্চগড়
জেলার  পাশের  হার ৮০দশমকি ৬৭ ভাগ। ৯ হাজার ৩৮ জন উত্তীর্ণ ও জিপিএ -৫ পেয়েছেন ২৬৬ জন।দিনাজপুর জেলার পাশের হার ৭৯ দশমকি ৭৫ ভাগ। ২৭ হাজার ১৭৪ জন উত্তীর্ণ হয়েছেন ।জিপিএ-৫ পেয়েছেন  ১ হাজার ৩৯৯ জন পরীক্ষার্থী।অপর দিকে  নীলফামারীর পাশোর হার ৮৮ দশমকি ৯৬।যা সর্বচ্চ পাশের হার। এই জেলার ১৫ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেে আর জিপিএ-৫ পেয়েছে  ৯৫০ জন।

নি/ফা/ই/নি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে