ডেস্ক রিপোর্টঃ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের মামলায় টাঙ্গাইল মির্জাপুরের মাহবুবুর রহমানের (৬৯) বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয় আয়োজিত এক প্রেস কনফারেন্সে সংস্থার কর্মকর্তা সানাউল হক এ প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান খান, মামলার আইও মো. আতাউর রহমানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে মাহবুবুর রহমানের বিরুদ্ধে ১৯৭১ সালে টাঙ্গাইলের বিখ্যাত সমাজ সেবক ও দানবীর রণদা প্রসাদ সাহাসহ (আর পি সাহা) ৬৪ জনকে হত্যা,গণহত্যা, অপহরণ, অগ্নিসংযোগের ৩টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। টাঙ্গাইল ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাহবুবুর রহমান মুক্তিযুদ্ধকালে এসব মানবতাবিরোধী অপরাধ করেন বলে প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হয়।
সানাউল হক বলেন, ৪ ভলিয়মে ৩৮০ পাতার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে হস্তান্তর করা হবে। সে আলোকে বিধান অনুযায়ি প্রসিকিউশন এ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করবে। এটি তদন্ত সংস্থার ৫৪ তম তদন্ত প্রতিবেদন। তদন্ত সংস্থার কর্মকর্তা (এএসপি) মো. আতাউর রহমান ১বছর ৬ মাস ১৫ দিন ব্যাপি এ আসামির বিরুদ্ধে তদন্ত কাজ পরিচালনা করেন। তদন্তকালে ৬০ জন সাক্ষির জবানবন্দি নেয়া হয়। তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালের আদেশে গত বছর ৭ নভেম্বর এ

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে