স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকারঃ যমুনা সেতু দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ মোজাম্মেল হক স্বপদে পুনঃযোগদান করেছেন। রবিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া কাদাই এর যমুনা সেতু দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ মোজাম্মেল হক স্বশরীরে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ইব্রাহিম খলিল এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন এবং হাজিরা খাতায় স্বাক্ষর করেন।উল্লেখ্য মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান গত ৪/০৩/২০১০ ইং তারিখে কিছু স্বার্থান্বেষি মহলের দারা প্রভাবিত হয়ে সুপারিনটেনডেন্ট মোঃ মোজাম্মেল হক কে সাময়িকভাবে বরখাস্ত করেন। বরখাস্তের ঘটনায় সুপারিনটেনডেন্ট মোঃ মোজাম্মেল হক সুবিচার প্রার্থীহয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আবেদনটি আমলে নিয়ে ১৪/০৩/২০১৭ ইং তারিখে তদন্ত কাজ সমপন্ন করেন। সুপারিনটেনডেন্ট মোঃ মোজাম্মেল হক এর বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ প্রমানিত না হওয়ায় ১২/০৪/ ২০১৭ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার পূর্বক স্বপদে পুর্ণবহাল করার জন্যে সংশ্লীষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক ০২/০৫/২০১৭ইং তারিখে ম্যানেজিং কমিটির সভা উপলক্ষে নোটিশ জারী করে। এবং ০৭/০৫/২০১৭ইং তারিখে ম্যানেজিং কমিটির সভায় সুপারিনটেনডেন্ট মোঃ মোজাম্মেল হক কে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার ও স্বপদে পুর্ণবহালের সিদ্ধান্ত এবং বকেয়া বেতন প্রদানের সিদ্ধান্ত গ্রীহিত হয়। উক্ত রেজুলেশনের আলোকে সুপারিনটেনডেন্ট মোঃ মোজাম্মেল হক কে পত্র প্রাপ্তির ৭দিনের মধ্যে প্রতিষ্ঠানে অফিস চলাকালীন সময়ে যোগদানের জন্যে অনুরোধ জানানো হয়। এরই ধারাবাহিকতায় সুপারিনটেনডেন্ট মোঃ মোজাম্মেল হক রবিবার সকালে মাদ্রাসায় উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহন এবং হাজিরা খাতায় স্বাক্ষর করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে