Honey Bee Farming Income (2)

বিডি নীয়ালা নিউজ(২৭ই ফেব্রুয়ারী১৬)-ঢাকা প্রতিনিধিঃ মৌ চাষের সম্ভাবনাকে আরও গতিশীল করতে ‘মৌ মেলা’ সহায়ক ভূমিকা পালন করবে।

‘মৌ মেলা’ চাষি ও বাজারজাতকারীদের মধ্য একটি বন্ধনও তৈরি করবে। মিলবে মৌ চাষের নানা তথ্যও।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ‘মৌ মেলা ২০১৬’ উপলক্ষে খামারবাড়ি, কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মহাপরিচালকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা জানান।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা তিনটায় এ মেলা উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনোয়ার ফারুক মধু চাষের সম্ভাবনা ও গুণাগুণ তুলে ধরে বলেন, মধু প্রাকৃতিকভাবে প্রাপ্ত বিশুদ্ধ বহুগুণে গুণান্বিত একটি উপাদান। বাংলাদেশে সাধারণত সুন্দরবনে প্রাকৃতিকভাবে মৌয়ালরা মধু সংগ্রহ ও বাজারজাত করে থাকেন। পাশাপাশি পেশাদার মৌচাষিরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমে মৌসুমে সরিষা, ধনিয়া, তিল, কালিজিরা, লিচু এসব ফসলের জমিতে বা বাগানে মৌবাক্স বসিয়ে মধু আহরণ করেন।

গত ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে মধু রফতানির পরিমাণ ছিল ৫৫০ মেট্রিক টন বলেও জানান এ ঊর্ধতন কর্মকর্তা।

তিনি মধু চাষে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপের কথা জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএই মহাপরিচালক মো. হামিদুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন, মৌ চাষি কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ এবাদুল্লাহ আফজাল।

সূত্রঃ কৃষিবার্তা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে