tribunal

ডেস্ক রিপোর্টঃ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের পাঁচ রাজাকারের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেয়। একই সঙ্গে মামলায় আগামী ১৫ জানুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরুর করারও দিন ধার্য করা হয়েছে।
পাঁচ আসামি হচ্ছেন, শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী।
আসামিদের মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী ছাড়া বাকীরা পলাতক।
২০১৪ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। গতবছরের ১৩ অক্টোবর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওইদিনই রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামের ওজায়ের আহমেদ চৌধুরীকে মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও সোনাটিকি গ্রামের মৌলভি ইউনুছকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
এরপর ২০ জানুয়ারি তাদের বিরুদ্ধে তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা। গত ২ নভেম্বর অভিযোগ গঠনের ওপর শুনানি শেষে আজ অভিযোগ গঠনের জন্য আদেশের জন্য দিন ধার্য ছিলো।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে