ডেস্ক স্পোর্টসঃ ম্যাচ শুরুর প্রথমার্ধে আট মিনিটের ব্যবধানে বার্সেলোনা দুই গোল খেয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল। দলকে স্বরূপে ফেরাতে জ্বলে উঠলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা মেসির জোড়া গোলে ভালেন্সিয়ার বিপক্ষে স্বস্তির ড্রয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

আগামী ৬ ফেব্রুয়ারি কোপা দেল রে’র প্রথম সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মোকাবেলা করবে বার্সেলোনা। পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে আছে এই ‘বিশেষ’ এল ক্লাসিকোর জন্য। কারণ এক মাসেরও কম সময়ের ব্যবধানে তিন তিনটি এল ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট।

যার প্রথমটি মাত্র চার দিন পরই মাঠে গড়াবে। তার আগে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে আজকের (৩ ফেব্রুয়ারি) ম্যাচটা হতে পারতো আত্মবিশ্বাস বাড়ানোর জ্বালানি। কিন্তু ২-২ গোলে ড্র করে নিজেদের প্রস্তুতির ঘাটতিটা ভালোই বুঝতে পারল বার্সা। দুই গোল করেও তাই স্বস্তি নিয়ে ফিরতে পারেননি বার্সা অধিনায়ক মেসি।

প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যেতে পারত ভালেন্সিয়া। ডি-বক্সে অরক্ষিত স্প্যানিশ মিডফিল্ডার দানিয়েল পারেহোর জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। কিন্তু বল চলে যায় দেনিস চেরিশেভের পায়ে। এই রুশ মিডফিল্ডারের কোনাকুনি শট দূরের পোস্টে লাগলে বেঁচে যায় বার্সেলোনা।

ষোড়শ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় স্বাগতিকরা। একজনকে কাটিয়ে ফিলিপে কৌতিনিয়োর দূরপাল্লার জোরালো শট বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক নেতো।

এই ড্রয়ে লিগের শীর্ষে থাকা বার্সার পয়েন্ট হলো ২২ ম্যাচে ৫০। দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সংগ্রহ ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট। আর সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে