মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : সম্প্রতি প্রকাশ পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শীতের জামা’ একটি মানবিকতার গল্প, গল্পটি লিখেছেন আজিশা রহমান ইতি। পরিচালনা করেছেন আকাশ আমিন। অশধংয ইউ ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
যেই গল্পে মদ ও মাদকতার বিরুদ্ধে জোরালো ভূমিকা গ্রহণ করা হয়েছে। গল্পের মূলে তুলে ধরা হয়েছে ইয়ং জেনারেশন মদ ও মাদক ব্যাবহার করে। যেই পরিমান টাকা পয়সা জলে ভাসিয়ে দেয় তারা যদি মাদকের পিছনে টাকাগুলো নষ্ট না করে। এই টাকাগুলো দিয়ে গরীব অসহায়দেরকে শীতের কাপড় কিনে দেয় আর ফুটপাতের অনাথ এতিম শিশুদের জীবন গঠনের দায়িত্ব নেয়। তবে অবশ্যই দেশ ও সমাজ বদলে যাবে আর গরীব অসহায়দের ও সহায় সম্বল হবে।

মাদকের বিরুদ্ধে জোরালো এক মেসেজ হলো ‘শীতের জামা’। ‘শীতের জামা’ পোস্ট বক্সের ব্যানারে প্রযোজনা করেছেন শহীদ খান। ‘শীতের জামা’ নির্বাহী পরিচালক কাজী সবুজ, কেমেরায় ছিলেন সজীব খান।

‘শীতের জামা’য় অভিনয় করেছেন প্রিমা, নিলয়, মাহি, জয়, মোবাশ্বের, মেঘলা, বাবু।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে