ডেস্ক রিপোর্টঃ নিরাপদ সড়কের দাবিতে মিরপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুড়লে পুলিশ এবং অজ্ঞাত কিছু যুবক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

১৩ ও ১৪ নম্বরের মধ্যে বিআরটিএ থেকে কাফরুল থানা হয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের গেইট পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। আন্দোলনে অংশ নেওয়া স্থানীয় শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগ-যুবলীগ মিলে এ হামলা চালিয়েছে।

এ ব্যাপারে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান বলেন, সারাদিন ছাত্ররা সড়কে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল, গাড়ির লাইসেন্স চেক করছিল। কিন্তু বিকেলের দিকে হঠাৎ মিরপুর-১৪ স্টাফ কলেজের সামনে ছাত্রদের মাঝে ঢুকে পড়ে ছাত্ররূপী কিছু বহিরাগত লোকজন। তারা গাড়ি ভাঙচুর করে ও পুলিশকে লক্ষ্য ইট-পাটকেল ছোড়ে। এতে পুলিশ বাধা দিলে ওসি (অপারেশন) কামরুল হাসানসহ পুলিশের বেশ কয়েকজন আহত হন।

এক পর্যায়ে ভাঙচুর-সংঘর্ষ ১৪ নম্বর ছাড়িয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। বহিরাগতরা ভিন্ন কোনো উদ্দেশ্যে ছাত্রদের মাঝে ঢুকে পড়ে।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে