মা
……….মাহফুজার রহমান মণ্ডল

মায়ের স্নেহ আর ভালবাসা
কে করিবে তার আশা?
যে আমার সুখে সুখী
সে কেন হবে দুঃখী?

কিছু স্মৃতি তোমাকে ঘিরে
যা দিয়েছ তুমি ধীরেধীরে,
স্মৃতিগুলো মনে পরে অবিরত
তাই লেখি আমি ভাবারত।

মায়ের হাতের নিজ রান্না
না পেলে করি কান্না,
মায়ের হাতের তৈরি পিঠা
খেতে লাগে ভারী মিঠা।

পড়া শুরুর গুরু তুমি
কৃষিতেও অবদান রাখলে তুমি,
তোমার জন্য ধরণীতে আসা
চরণে তোমার স্বর্গসূখের বাসা।

মায়ের মুখের প্রহসন বুলি
শুনে আমি পথ চলি,
মায়ের শাসন যেন আর্শীবাদ
করিও না ভূলে প্রতিবাদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে